Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে অসহায় ও গরীব প্রতিবন্ধীদের ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৩, ০৭:৩৩ পিএম


মহেশপুরে অসহায় ও গরীব প্রতিবন্ধীদের ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরণ

মহেশপুরে দুঃস্থ, অসহায় ও গরীব প্রতিবন্ধীদের মাঝে ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে  জেলা অডিটরিয়ামে ১০ জন প্রতিবন্ধীর মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী পুনর্বাসন ফাউন্ডেশনের পরিচালক মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।

আরএস

Link copied!