Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ ১ জন গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই ১০, ২০২৩, ০৭:৪৬ পিএম


কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ ১ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ মাদক কারবারি জসীমকে হাতেনাতে গ্রপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে কুড়িগ্রাম সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি জসিম (৩৫) কে গ্রপ্তার করা হয়।

সোমবার পুলিশ জানায়, রোববার (৯ জুলাই) রাতে কুড়িগ্রাম সদর ফাঁড়ির একটি চৌকস টিম  কুড়িগ্রামের ধরলা ব্রীজ হতে ধাওয়া করে ৮ কিঃমিঃ দূরে রায়ের বাজার এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি পূর্বের ৩ টি মাদক মামলার আসামী  জসীম (৩৫) কে ১০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রপ্তার করা হয়েছে।  

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। তিনি  আরোও বলেন,কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

আরএস

Link copied!