Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ট্রলার থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৩, ০৯:১২ পিএম


ট্রলার থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে  যুবকের মৃত্যু

বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে কর্মস্থলে যাওয়ার সময় ট্রলার থেকে পানিতে পড়ে রাকিবুল ইসলাম ফাহিম(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ফাহিম কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা মাদারীপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। 

সে রাজধানীর চকবাজার এলাকায় একটি কসমেটিকের দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিল।

সোমবার(১০ জুলাই ) দুপুর একটার দিকে সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌপুলিশ লাশ উদ্ধার করে।

বরিশুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, সকাল সাড়ে দশটা দিকে ররিশুর ঘাট থেকে ফাহিম ট্রলারের সাইড রেলিংয়ে বসে তার কর্মস্থল চকবাজার যাওয়ার সময় সোয়ারিঘাটের কাছাকাছি আসলে প্রবল ঢেউয়ের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়ে নৌপুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরএস
 

Link copied!