Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বজ্রপাতে পুড়ে যাওয়া ঘরের মালিকের কাছে চাবি হস্তান্তর

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

জুলাই ১১, ২০২৩, ০৬:১৫ পিএম


বজ্রপাতে পুড়ে যাওয়া ঘরের মালিকের কাছে চাবি হস্তান্তর

রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক রাঙ্গামাটি রিজিয়নের আওতাভুক্ত এলাকা ভেদভেদির স্থানীয় বাসিন্ধা মো. আব্দুল খালেক ও মো. বাবুল মিয়াকে বজ্রপাতে পুড়ে যাওয়া ঘর নতুন করে দুইটি ঘর তৈরী করে দেয়া হয়েছে।

নতুন তৈরীকৃত ঘর দুটির মালিকের কাছে মঙ্গলবার বিকেল ৩টায় রাঙ্গামাটি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর পারভেজ রহমান কর্তৃক চাবি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, গত ১৭ জুন ২০২৩ রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন এলাকা ভেদভেদিতে বজ্রপাত পতিত হয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক এবং মো. বাবুল মিয়া এর দুটি বসতঘর সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। নতুন করে ঘর তৈরী করার মত কোন সামর্থই তাদের ছিলো না।

বিষয়টি রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি এর দৃষ্টিগোচর হলে তিনি উক্ত ব্যক্তিদেরকে দুটি নতুন ঘর তৈরী করে দেন।

রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক এ ধরনের সেবামূলক কার্যক্রম সর্বদাই করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এইচআর

Link copied!