Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলবাড়ীতে মাদক কারবারিকে ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুলাই ১২, ২০২৩, ০৩:৪১ পিএম


ফুলবাড়ীতে মাদক কারবারিকে ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে নদীতে ঝাঁপ দিয়ে এক মাদক কারবারিকে ধরতে গিয়ে মাহাবুব আলম (৩২) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত ওই বিজেপি সদস্য লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ানের অধীনে বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

মঙ্গলবার রাত আটটার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বলাটাড়ি গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩১ এর প্রায় ৪০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বারোমাসিয়া নদীর পাড়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি নদীতে ঝাঁপ দিলে সেই মাদক কারবারিকে ধরতে ইউনিফর্ম পরিহিত সেই বিজিবি সদস্য নদীতে লাফ দেয় এ সময় মাদক কারবারি নদী পার হয়ে গেলেও বিজিবি সদস্য কিছুদূর গিয়ে অসুস্থ হয়ে পড়ে।  

সঙ্গে থাকা ঢহলরত বিজিবি সদস্যরা তাকে পানি থেকে ডাঙ্গায় তুলে গুরুতর অসুস্থ অবস্থায় ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা। এ ঘটনার পরপরই লালমনিরহাট ১৫ ব্যাটালিনের অধিনায়ক, কুড়িগ্রাম জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলবাড়ী থানার ওসি, ওসি তদন্ত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন ‌।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারি সার্জন ডাক্তার আনোয়ার হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সেই বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি তদন্ত সরোয়ার পারভেজ জানান, এই ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

এই্চআর

Link copied!