Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২৩, ০৬:১৯ পিএম


গাংনীতে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্সে রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হােসেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য প্রকৌশল  সহকারি কর্মকর্তা আ স ম মাহফুজুর রহমান কল্লােল। 

সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ। অনুষ্ঠানে বিশ্ব টিকাদান সপ্তাহ এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আদিলা আজহার আরশি তিনি বলেন বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩, এ্যাডভোকেসী সভায় এবারের বিশেষ কার্যক্রম জিরো ডোজ ( বাদ পড়া) শিশু আন্ডার ইম্যুনাইজড ( আংশিক টিকা প্রাপ্ত) শিশু এবং মিসড  কমিউনিটি  সনাক্ত করে টিকা প্রাপ্তিনিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো। 

অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইমাম সাহেব গণ। 

আরএস

Link copied!