Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জে পুলিশের জন্য মেডিকেল ক্যাম্প

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৩, ০৬:৩৯ পিএম


কেরানীগঞ্জে পুলিশের জন্য মেডিকেল ক্যাম্প

ঢাকার কেরানীগঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুলাই)  সকাল থেকে শুরু হওয়া চিকিৎসা সেবার উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। 

ক্যাম্পে কেরানীগঞ্জ মডেল থানা, ডিবি ঢাকা দক্ষিণ ও ট্রাফিক পুলিশের শতাধিক সদস্যকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 

এ সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, এএসপি এনায়েত হোসেন, পুলিশ পরিদর্শক পীযুষ কুমার মালোসহ অনেকে।


এইচআর

Link copied!