Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় আ‘লীগ সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৩, ০৮:৩৭ পিএম


ভালুকায় আ‘লীগ সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ

ময়মনসিংহের ভালুকায় শেখ হাসিনা সরকারের দশটি মেগা প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম প্রচারে লিফলেট ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩জুলাই) বিকালে উপজেলার বিরুনিয়া ইউনিয়নে ভালুকা আসনের মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদের উদ্যোগে ওই লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মেট্রোরেল প্রকল্প, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা ও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনসহ বর্তামান সরকারের নেওয়া ৩৯ টি প্রকল্পের নাম ও সুবিধাসম্ভলিত লিফলেট বিতরণ করা হয়। 

উপস্থিত ছিলেন ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, বর্তামান সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সহ-সভাপতি আল ইমরান সরকার প্রমুখ।

আরএস

 

Link copied!