Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে জরুরি সভা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৩, ০৮:৪৭ পিএম


শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে জরুরি সভা

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, শরীয়তপুর সদর পৌরমেয়র মো. পারভেজ রহমান জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুত, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিকরা।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভায় আগত অতিথিবৃন্দ শরীয়তপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ও পারিবারিকভাবে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় বলা হয় আমরা সকলেই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি।

এছাড়াও সভায় ডেঙ্গু প্রতিরোধে সকলের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সময় সভায় আরো বলা হয়, অপরিছন্ন স্থান, ডেঙ্গুর লার্ভা যুক্ত স্থানসমূহ পাওয়া গেলে, ওই স্থানসমূহের মালিক/কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের আওতায় আনা হবে।

এইচআর

Link copied!