Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

জেলাজুড়ে বৃক্ষরোপণ উৎসব

মির্জাপুরে ১৫ হাজার বৃক্ষরোপণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৩, ০৪:৩১ পিএম


মির্জাপুরে ১৫ হাজার বৃক্ষরোপণ

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় মির্জাপুর উপজেলায় একদিনে ১৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (১৫জুলাই) জেলাসহ প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ উৎসবের ধারাবাহিকতায় মির্জাপুরেও সকাল থেকে চলে এর নানা আয়োজন।

বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংসদ সদস্য খান আহমেদ শুভ।
কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) সুচি রানী সাহা, ওসি মাসুদ করিম প্রমুখ বক্তৃতা করেন।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাসিষ কর্মকার, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, সমবায় কর্মকর্তা আমিনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ হস্তান্তর করেন অতিথিরা। উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে মির্জাপুর উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরএস
 

Link copied!