Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে নিখোঁজের ১দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার!

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৩, ০৪:৫৭ পিএম


বাহুবলে নিখোঁজের ১দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার!

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের ১দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রামের শারন্ত দাসের ছেলে সুরঞ্জিত দাস (৩০) ১৪ জুলাই সকাল প্রায় ৮ টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে বাহুবল মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

শনিবার বেলা ২ টার দিকে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক প্রচেষ্টার পর হঠাৎ সুরঞ্জিত দাসের লাশ পানিতে ভেসে উঠে। 

এসময় পরিবার ও আশপাশের শত শত মানুষ সুরঞ্জিতকে এক নজর দেখতে পুকুর পাড়ে ছুটে আসেন।পরিবার ও স্থানীয় লোকজন জানান, সুরঞ্জিত দাস একজন মৃগী রোগী। দীর্ঘদিন যাবত সে মৃগী রোগে আক্রান্ত ছিল।

এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে, সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

এইচআর

Link copied!