Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে যথা সময়ে: বাহাউদ্দিন নাসিম

বরগুনা  প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৩, ০৫:৩৩ পিএম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে যথা সময়ে: বাহাউদ্দিন নাসিম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী যথাসময়ে। সেই নির্বাচনকে সুন্দরভাবে, সুস্থভাবে করতে চাই যাতে জনগনের মতামত প্রতিফলিত হয়।  নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আমাদারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জামাতিদের মতো লুটেরা যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা কাগুজে বাঘের মতো হুংকার দেয় তাদের বিরুদ্ধে, দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

শনিবার(১৫ জুলাই) দুপুরে বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সকল উন্নয় অগ্রযাত্রাকে ব্যাহত করতে আওয়ামী লীগের বিপক্ষে তারা বিদেশী প্রভুদের কাছে নালিশ করে ক্ষমতায় আসতে চায়। এইসকল ক্ষমতালোভীদের প্রতিহত করা হবে।

দীর্ঘ ২০ বছর পর বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আ. রশিদের সভপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির, নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু প্রমুখ। 

আরএস

Link copied!