Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৩, ১২:২০ পিএম


নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কাটা ও আলোচনা সভা, মেয়াদোত্তীর্ণ কমিটির ভেঙ্গে দেয়া ও আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার (১৫ জুলাই) রাতে জেলা শহরের মুক্তির মোড়ে জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সমাবেশে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী সাঈদ টিটো প্রমুখ। সভাপতি বলেন, ‘বিএমএসএফের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আবু জাফর সারাদেশে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন। আজ সে সংগ্রামের একাদশ বার্ষিকী উৎযাপিত হচ্ছে। নওগাঁ জেলা শাখাও এলাকার নির্যাতিত সাংবাদিকদের পক্ষে মানববন্ধন, আইনী সহায়তা প্রদান ও অন্যান্য সহযোগীতা দিয়ে আসছে। জেলার মহাদেবপুর শাখায় বিএমএসএফের নামে চাঁদাবাজী ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সভাপতি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিএমএসএফ নওগাঁ জেলা কমিটি ভেঙ্গে দিয়ে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন আহবায়ক মোফাজ্জল হোসেন, সদস্য মাহমুদুন নবী বেলাল, এ,কে, সাজু, আব্বাস আলী, উত্তাল মাহমুদ, ইউনুস আলী ফাইম ও তৌফিক তাপস। পরে সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানানো হয়।

এর আগে নেতৃবৃন্দ ছাড়াও অন্যদের মধ্যে কেক কাটায় অংশ নেন, জেলা বিএমএসএফের অর্থ সম্পাদক সুবির দাস, সদস্য রিফাত হাসান, যায়যায়দিনের মহাদেবপুর প্রতিনিধি ইউসুফ আলী সুমন, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহযোগী সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরএস

 

Link copied!