Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ১১:৫৭ এএম


বগুড়ায় শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

বগুড়ায় শ্যামলী পরিবহন কোচের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

রোববার (১৭ জুলাই) রাত সোয়া এগারোটার দিকে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসে আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-সিএনজি যাত্রী আরিফ রহমান (৩০)। সে সদর উপজেলার আশোকোলা  এলাকার বেলাল হোসেনের ছেলে এবং সিএনজি চালক বাঘোপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে বাপ্পি (৩৪)। আহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আমিনুল ইসলাম। তিনি বলেন, যাত্রী নিয়ে বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাস্থানের দিকে যাচ্ছিল। পথমধ্যে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন। আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান,অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। একটি বৈদ্যুতিক মিটারের সঙ্গে ধাক্কা লেগে এতে আগুন ধরে যায়।পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এইচআর

Link copied!