Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ০৩:৪৮ পিএম


শরীয়তপুরের ডামুড্যায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের  উদ্যোগে দেশের চলমান  ডেঙ্গুর পরিস্থিতি  নিয়ন্ত্রণে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ জুলাই ) সকাল ১১টায় পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদারসহ প্রমুখ।

বক্তারা বলেন, ডেঙ্গু রোগে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সচেতন হলেই ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। বক্তারা আরো বলেন, আসুন আমরা নিজে সচেতন হই, অপরকেও সচেতন করি।  নিজেরাই পরিস্কার পরিচ্ছন্ন করে গড়ে তুলি।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!