Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

দাকোপে মাদকদ্রব্যসহ উপজেলা চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ০৬:০২ পিএম


দাকোপে মাদকদ্রব্যসহ উপজেলা চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

দাকোপে উপজেলা চেয়ারম্যানপুত্র মাদকদ্রব্যসহ ২ জন গ্রেপ্তার। পৃথক অভিযানে চুরি হওয়া গরুসহ গ্রেপ্তার ১।

দাকোপ থানা পুলিশ জানায়, দাকোপ থানার এসআই শহিদুল ইসলাম, এএস আই রাজকুমার সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বানীশান্তা খেয়াঘাট সংলগ্ন নাজমুলের হোটেলের সামনে থেকে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করে। 

এ সময় তাদের নিকট ১ বোতল হুইস্কি এবং ১ বোতল মদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত ইমরান খান দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের পুত্র। 

অপর আসামী চালনা বাজার উত্তরপাড়া এলাকার খানজাহান মোল্যার পুত্র ইসমাইল মোল্যা। এ ঘটনায় এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। 

যা দাকোপ থানার মামলা নং ১৪ তাং ১৬/০৭/২০২৩। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানায়, গ্রেপ্তারকৃত আসামী ইমরান খানের নামে মারপিট ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে অতীতে ৪টি এবং খানজাহানের নামে ১১টি মাদক মামলা আছে। 

অপরদিকে লক্ষিখোলা গ্রামের বিশ্বজিত ঢালীর চুরি হওয়া ৩টি গরুসহ চুরির সাথে জড়িত জয়নাল ফকির নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বটিয়াঘাটা উপজেলার বরন পাড়া এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে জয়নাল পুলিশের নিকট জানায় ওই গরু চুরির সাথে তার সহযোগী হিসাবে সামাদ, সাদিক এবং মোহাম্মদ নামে আরো ৩ জন জড়িত ছিল। 

এ ঘটনায় গরুর মালিক বিশ্বজিত ঢালী বাদী দাকোপ থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে চুরির মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ১৫ তাং ১৭/০৭/২৩।


এইচআর

Link copied!