Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

রাউজানে পরিবেশ বান্ধব কর্মসূচী দেশের জন্য উদাহরণ হতে পারে : কৃষিমন্ত্রী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ০৬:২৬ পিএম


রাউজানে পরিবেশ বান্ধব কর্মসূচী দেশের জন্য উদাহরণ হতে পারে : কৃষিমন্ত্রী

চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ২০১৭ সালে বিশ লক্ষ গাছের চারা রোপনের পর আরো পাঁচ লক্ষ চারা গাছ রোপন করে আমাকে অবাক করেছে। এসব সম্ভব হয়েছে একজন দক্ষ সংসদ সদস্যের কারণে।নেতাকর্মীর মধ্যে আছে সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন উপজেলা রাউজান। এত উন্নয়ন আমার সংসদীয় এলাকাও হয়নি। জলবায়ু পবির্তনের ফলে সারা বিশ্ব যখন ক্ষতির সম্মূখিন তখন রাউজান উপজেলায় পরিবেশ বান্ধব কর্মসূচী উদাহারণ হতে পারে পুরো দেশের জন্য।

সোমবার (১৭ জুলাই) রাউজান সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই হাজার ২৩ সালে ২৩ লক্ষ গাছের চারা লাগানোর কর্মসূচির অংশ হিসাবে রাউজানে পাঁচ লক্ষ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান পিংক, গ্রীণ ও ক্লিন উপজেলা। আমরা যেইটা আগে চিন্তা করি, অন্যরা তাহা পড়ে চিন্তা করে। আমাদের অর্জন গুলোর মধ্যে আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্যবন্ধতা ও একাগ্রতা রয়েছে। তাই আমরা অসম্ভব বলতে কিছু বুঝি না। রাউজান এগ্রিয়ে চলে দুর্বার গতিতে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুর ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুণ প্রমূখ।সাড়ে দশটায় মন্ত্রী জেলা পরিষদের ডাক বাংলোতে রাউজান থানা পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন। সেখান স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে একটি বৃক্ষ চারা রোপণ করেন।

পরে রাউজান পৌরসভার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গণ পাঠাগার ও বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন তিনি। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। পরে রাউজান কলেজ মাঠে ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগনের মাঝে মন্ত্রী বৃক্ষ চারা বিতরণ করেন।

আরএস
 

Link copied!