Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নারায়ণগঞ্জে ৮০ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ০৯:০৬ পিএম


নারায়ণগঞ্জে ৮০ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৮০ হাজার পিচ ইয়াবার চালানসহ আখতারুজ্জামান দিলশান নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিকালে প্রেস বিফ্রিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিকট বিষয়টি নিশ্চিত করেছেন। 

এবিষয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, একটা ইয়াবার বড় চালান কক্সবাজার থেকে ঢাকা আসছে এমন তথ্যের ভিওিত্বে কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এক যুবককে আটক করে তার দেহ তল্লাশি করে ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।  

এসময় তিনি বলেন এই ইয়াবার চালানের সাথে অন্য কোন মাদক ব্যবসায়ী জড়িত আছে কিনা তার তথ্য উদঘাটন করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে। 

আটককৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

আরএস
 

Link copied!