Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিজয়নগরে মোবাইল টাওয়ারে নৈশপ্রহরী‍‍`র লাশ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৩, ০৪:২১ পিএম


বিজয়নগরে মোবাইল টাওয়ারে নৈশপ্রহরী‍‍`র লাশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল টাওয়ারে নিচে এক নৈশপ্রহরী‍‍`র লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে  আবু লাল ভূঁইয়া (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের মৃত আব্দুল জব্বার ভূঁইয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধন্তী এলাকায় রবি টাওয়ারে মধ্যরাতে চুরি সংঘটিত হয়, এসময় টাওয়ারের নাইট গার্ড আবু লাল ডিউটিরত অবস্থায় ছিলেন।

ধারণা করা হচ্ছে চোরের দল তাকে মেরে টাওয়ারের যন্ত্রপাতি নিয়ে যায়। সকালে টাওয়ারের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়  লোকজন পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রবি টাওয়ারে চুরি করার সময় চোরেরা নাইট গার্ড আবু লালকে মেরে ফেলেছে।

তবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর যাথাযথ কারণ জানা যাবে।

এইচআর

Link copied!