Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ১৯, ২০২৩, ০৫:৪৬ পিএম


বরিশালে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

বরিশালে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সুশীল সমাজের রাজনৈতিক টাউন হল সভা, ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বুধবার দুপুরে নগরীর ক্রাউন কনভেনশন হলে ইউএসএইড এর অর্থায়নে আইআরআই এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ‘শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি’ শীর্ষক প্রকল্পর আওতায় এই কর্মসূচির মডারেটর ছিলেন প্রফেসর আনোয়ারুল কাদির। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুনাহার মেরী, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস ও রূপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী।

আরএস

Link copied!