Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দোয়ারাবাজারে ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৩, ০৬:০৬ পিএম


দোয়ারাবাজারে ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সকল জামে মসজিদের ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে সুরমা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ সকল ইমামদের হাতে একটি করে পাঞ্জাবির কাপড় তুলে দেন।

টেংরা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউপি সদস্য মোশাররফ হোসেন ফরাজী, আহসান উদ্দিন, শাহজাহান মিয়া, মনির উদ্দিন, হাছান আলী, মাসুক মিয়া, পেশকারগাওঁ জামে মসজিদের ইমান হারুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন ইমাম আব্দুল জব্বার, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, হাফিজ উদ্দিন, ইদ্রছ আহমেদ, বশির আহমেদ, নুরুল আমিন, সাইফুল, মতিউর রহমান, হারুণ, নজরুল, নিজামসহ সুরমা ইউনিয়নের সকল মসজিদের ইমাম প্রমুখ।

এইচআর

Link copied!