Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মহাদেবপুরে ২১৮ শিশুশিক্ষার্থীকে ২ বছর দৈনিক দুধ খাওয়ানো হবে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৩, ০৭:১৬ পিএম


মহাদেবপুরে ২১৮ শিশুশিক্ষার্থীকে ২ বছর দৈনিক দুধ খাওয়ানো হবে

নওগাঁর মহাদেবপুরে ২১৮ জন শিশুশিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়েছে। এখন থেকে প্রতিদিন ক্লাসে প্রত্যেকে ২০০ গ্রাম করে তরল দুধ পারে তারা।

বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুধ খাওয়ানো উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এলডিডিপি ডা. নুসরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, কুন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২১৮ জন শিক্ষার্থীকে আগামী দুই বছর পর্যন্ত প্রতিদিন দুধ খাওয়ানো অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!