Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৩, ০৭:৩৯ পিএম


ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা

ময়মনসিংহের ভালুকায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ কল্পে মশক নিধন মশার বিস্তাররোধ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পরিষদের  সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, ভালুকা মডেল থানার  অফিসার ইনচার্জ কামাল হোসেন, টি আই সোহেল রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা শিক্ষা অফিসার  সৈয়দ আহমেদ,   ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আবু নছর মোঃ মাহফুজুল হক, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল, কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, ভালুকা পৌরসভার প্যানেল মেয়র-২ হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

আরএস

 

Link copied!