Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভাগনীকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো মামী ও ভাগনীর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৩, ০৮:১৩ পিএম


ভাগনীকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো মামী ও ভাগনীর

গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া ভাগনীকে  বাঁচাতে গিয়ে  পানিতে পুকুরে ডুবে মামী  ও ভাগনীর মৃত্যু।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ৭ নং ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাঘবেন্দ্রপুর গ্রামের ছালেকের স্ত্রী জিম(২০) এবং রুহুল আমিন এর কন্যা উর্মিলা আক্তার (১০)।

জানা যায়,শিশু উর্মিলা আক্তার পুকুরের পানিতে গোসল করতে ছিলো।পানিতে লাফালাফি করতে করতে পুকুরের গভীর পানিতে চলে যায়।পাশে গোসলরত অবস্থায় মামী জিম বেগম   শিশুকে বাঁচাতে পুকুরে লাফ দেয়।

লাফ দেয়ার সাথে সাথে শিশুটি জীবন বাঁচাতে জিম বেগমের গলা জড়িয়ে ধরে ও তার পরনের শাড়ী পায়ের সাথে পেঁচিয়ে যায়।এতে করে দু‍‍`জনই পানির নিচে চলে যায় ও মারা যায়।

স্থানীয়রা তাদের দীর্ঘ ৩০ মিনিট খোঁজা খোঁজি করে পুকুরের তলদেশ থেকে  উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি টিম।
দু‍‍`জনে মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা মেজর মফিজুল হক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম,ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

একই গ্রামে দু‍‍`জনের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

আরএস

Link copied!