Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দোহারে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

জুলাই ২১, ২০২৩, ০৪:৪৮ পিএম


দোহারে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

ঢাকার দোহার উপজেলায় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ জাহিদুল ইসলাম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ জয়পাড়া (গাংপাড়) গ্রামের পিতা মজিবর রহমান ও মাতা আলেয়া বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই এনামুল, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার গ্রামীন টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে অবৈধ অস্ত্রধারী জাহিদুল ইসলামকে আটক করা হয়।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সংবাদ সম্মেলনে দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম জানান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে দোহার থানাধীন দক্ষিন জয়পাড়া সাকিনস্থ গ্রামীন টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর মো. জাহিদুল ইসলাম(২৭) নামের অবৈধ অস্ত্রধারী ব্যক্তির দখল হতে ম্যাগাজিনসহ ১টি মেড ইন ইউএসএ ৭.৬৫  বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখিত আসামীর বিরুদ্ধে দোহার থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!