Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

রাজশাহী ব্যুরো

রাজশাহী ব্যুরো

জুলাই ২১, ২০২৩, ০৮:২২ পিএম


পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহারের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশুরা হলেন, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ডুবুরিদের দুটি ইউনিট উদ্ধারের কাজ করছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এইচআর

Link copied!