Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যুবলীগ নেতা রুবেল খুনে ব্যবহৃত চাপাতিসহ গ্রেপ্তার ১০

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৩, ২০২৩, ১২:৩২ পিএম


যুবলীগ নেতা রুবেল খুনে ব্যবহৃত চাপাতিসহ গ্রেপ্তার ১০

রাজধানীর শাহজাহানপুরের যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিসহ ঘটনায় সরাসরি জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, রোববার(২৩ জুলাই) বেলা ১১টা ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

অন্যদিকে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে আটকের দাবি জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়লন (র‍্যাব)।

শনিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা (পূর্ব) এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এইচআর

Link copied!