Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে মাদক, বাল্যবিয়ে, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধে নাটক ‘অপমৃত্যু’

মহেশপুর, ঝিনাইদহ

মহেশপুর, ঝিনাইদহ

জুলাই ২৩, ২০২৩, ০৭:০৮ পিএম


মহেশপুরে মাদক, বাল্যবিয়ে, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধে নাটক ‘অপমৃত্যু’

মহেশপুরে উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোরবার সকালে মাদক, বাল্যবিয়ে, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধে নাটক ‘অপমৃত্যু’ পরিবেশন করেছেন অংকুর ঝিনাইদহের শিল্পীরা। 

মহেশপুর উপজেলার প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় নাটকটি পরিবেশন করা হয়। 

সাইদ সরোয়ারের রচনা ও  নাজিম উদ্দিন জুলিয়ারের নির্দেশনায় এ নাটকে অভিনয় করেছেন জসিম উদ্দিন আপন, আলামিন, বিল্লাল, রাকিব আরিয়ান, তনু গুনগুন, অনিক, তাসলিমা, রাশেদ। 

পর্যায় ক্রমে নাটকটি উপজেলার ১২টি ইউনিয়নে মাদক, বাল্যবিয়ে, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধে নাটক ‘অপমৃত্যু সম্প্রচার করা হবে।

আরএস

Link copied!