Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

ডামুড্যায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ৩ জনকে জরিমানা

শরীয়তপুর (ডামুড্যা) প্রতিনিধি

শরীয়তপুর (ডামুড্যা) প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৩, ০৫:০১ পিএম


ডামুড্যায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ৩ জনকে জরিমানা

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ডামুড্যা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার ডামুড্যা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান ।

জানা গেছে, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা। তবে খুচরা পর্যায়ে দোকানদার ১১৫০ টাকা   প্রতি সিলিন্ডারে ১৫১ টাকা বেশি, কোন কোন দোকানদার ১২০০ টাকা প্রতি সিলিন্ডারের ২০১ টাকা বেশি দামে বিক্রি করে আসছে।

ডামুড্যা বাজারে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা এলপি গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রয় করার অপরাধে ৩ জন ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং তাদেরকে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, জরিমানা করে দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!