Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৩, ০৬:১০ পিএম


ভালুকায় সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ফসলি জমিতে সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎ পরিবাহী হয়ে রানা (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রানা শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার সাইদুর রহমানের ছেলে। 

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার বইরমা বাড়ীর পুকুর থেকে ফসলি জমিতে সেচ দেয়ার সময় দূর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, নিহত রানা উপজেলার মামারিপুর এলাকায় বইরমা বাড়ীর পুকুরের কাছে একটি জমি বর্গা নিয়ে তাতে আমন ধানের চাষ করতো। ঘটনার দিন বিকালে ওই ফসলি জমিতে সেচ পাম্প দিয়ে পুকুর থেকে পানি দেওয়ার সময় অসাবধানতার কারণে পুকুরের পানি বিদ্যুৎ পরিবাহী হয়। রানা ওই পুকুরে নামলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পুকুরেই মারা যান। 
ঘটনার পর পুকুরের পানিতে রানার লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিদ্যুৎ পৃষ্টে মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে নিহতের পরিবারকে বিষয়টি অবগত করলে পরিবারের লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরএস
 

 

 

 

Link copied!