Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হরিরামপুরে ইভটিজিংয়ের অভিযোগে ১৪ কিশোর আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৩, ১২:৪৮ পিএম


হরিরামপুরে ইভটিজিংয়ের অভিযোগে ১৪ কিশোর আটক

মানিকগঞ্জের হরিরামপুরে স্কুল-কলেজের মেয়ে শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগে ১৪ জন কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে উপজেলার ঝিটকা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ঝিটকা খাজা রহমত আলী কলেজ এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার সময় অনবরত ইভটিজিং এর শিকার হয়।

উপজেলা আইন-শৃঙ্খলা সভায় এ বিষয়টি আলোচনা হয়েছে। আটক সকল কিশোরই শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এদের মোবাইল কোর্টের আওতায় নেওয়ার সুযোগ নেই। এদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

এইচআর

Link copied!