Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতিয়ায় হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

হাতিয়া উপজেলা প্রতিনিধি

হাতিয়া উপজেলা প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৩, ০১:১৩ পিএম


হাতিয়ায় হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়ি ঘরের ভিতর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাইর) সকাল ৭টার সময় মৃত মনোয়ারা বেগম (৬০)কে উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৮ ওয়ার্ড উত্তর সারিয়া গ্ৰামের বাসিন্দা মৃত আজহারুল ইসলাম আজাদের বাসা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী সুত্রে প্রাথমিকভাবে জানা যায়, উক্ত বয়স্ক মহিলার স্বামী মৃত। সে বাড়িতে একাই বসবাস করিত। এবং সে অনেক বছর যাবত খনকারি কবিরাজি করে আসছিলো।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়াহিদুর রহমান জানান,  ভোর রাতে যেকোন সময় তাহার ঘরের পিড়ার সীধ কেটে কে বা কাহারা ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে তাকে হত্যা করতে পারে।

মহিলার এক ছেলে ও এক মেয়ে। তাহারা কেউ বাড়িতে থাকেনা। ছেলে চট্টগ্রাম আর মেয়েটি ঢাকায় থাকেন।

সংবাদ পেয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এবং সাগরিয়া পুলিশ ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচআর
 

Link copied!