Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পত্নীতলায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৩, ০৫:১৭ পিএম


পত্নীতলায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

পত্নীতলায় উপজেলার উত্তর রামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার স্কুল মিল্ক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ৪৭ নওগাঁ ২  আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার‌, নজিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস‌‌ চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ  মুনিরুজ্জামান।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শিহাব উদ্দিন শাকিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত অধক্ষ নূরুদ্দীন, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ , প্রধান শিক্ষক সদর উদ্দিন, আওয়ামীলীগের নেত্রীবৃন্দসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন প্রমুখ।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল মিল্ক খাওয়ানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এইচআর

Link copied!