Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র সদস্য আটক, ভারী অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৩, ০৫:৩০ পিএম


রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র সদস্য আটক, ভারী অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটি রিজিয়নের অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের প্রসীত দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাজ থেকে ১টি এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।

সুত্রে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপের আস্থানায় রাঙ্গামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) দলের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ে টিকতে না পেরে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা (৩৫) ১টি এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশনসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন করতে বাধ্য হয়।

রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অস্ত্র উদ্ধারসহ গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এ সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।

এইচআর

Link copied!