Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিজয়নগরে মাদকসহ আটক দুই ভাই

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৩, ০৫:৩৮ পিএম


বিজয়নগরে মাদকসহ আটক দুই ভাই

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৬ জুলাই) দুপুরে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত সোয়া দুইটার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক মো. কাকন মিয়া (৩৫) জেলার সরাইল উপজেলা শাহবাজপুর (আমিনপাড়া) এলাকার হিরন মিয়ার ছেলে ও তার ছোট ভাই আল-আমিন (৩০)।

র‍্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে জেলার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার মের্সাস হাজী রহমান ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়।

পরে তাদের পিকআপভ্যান তল্লাশি করে ২ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!