Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা

নেত্রকোণা

জুলাই ২৭, ২০২৩, ০৫:০৯ পিএম


নেত্রকোণায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পারলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় এবং ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলমের নেতৃত্বে এস আই সঞ্জয় সরকার, এ এস আই মো. মফিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের কালিয়ারা গাবরাগাতী (নাগালা) গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র মো. আরিফ (২৪) ও যশোর জেলার অভায়নগর উপজেলার শ্রীদারপুর গ্রামের মো. আব্দুল্লাহ শেখের পুত্র মো. বিল্লাল শেখ (৩২)।

এ ব্যাপারে ডিবি’র এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এইচআর

Link copied!