Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৩, ০৮:০১ পিএম


ভালুকায় নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন

ময়মনসিংহের ভালুকায় নেশা করার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে জনির হাতে নির্মমভাবে খুন হয়েছেন মমতাময়ী মা রুপিনা বেগম (৫৫)। ঘটনার পর থেকে ঘাতক ছেলে জনি মিয়া (২২) পলাতক রয়েছে। 

বুধবার রাত ৮টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপিনা বেগম একই গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্থ যুবক। বুধবার রাতে নেশার টাকা না পেয়ে বসত ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা মা রুপিনা বেগমের ঘাড়ে লোহার বটি দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে তাদের সংসার চলতো।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরএস
 

 

Link copied!