Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ একজন আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২৩, ০৮:৩৩ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টয়লেটের ভেতর থেকে ১৪৫ কেজি গাঁজাসহ মো. আশিক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ জুলাই)  পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক আশিক জেলার কসবা উপজেলার বায়েক উপজেলার হরিপুর এলাকার মো. রেনু মিয়ার ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর আশিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। 

পরে আশিক মিয়ার বাড়ি তল্লাশি করে বাড়ির টয়লেটের ভেতরে মজুদ রাখা ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এইচআর

Link copied!