Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নলছিটিতে গাঁজাসহ মাদক কারবারি আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৩, ০৫:৪৩ পিএম


নলছিটিতে গাঁজাসহ মাদক কারবারি আটক

ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩১ জুলাই ) বিকেলে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকার নতুন বাসস্ট্যান্ডের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক ইমাম হোসেন (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধুপতি (মানিকখালী) এলাকার আনোয়ার হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার রায়াপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এইচআর

Link copied!