Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী‍‍`র মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১, ২০২৩, ০৭:৪১ পিএম


সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী‍‍`র মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়ার বাসিন্দা স্বর্গীয় যতীশ চক্রবর্ত্তী‍‍`র স্ত্রী নিভা রানী চক্রবর্ত্তী‍‍`র তৃতীয় মৃত্যবার্ষিকী আজ।

তিনি ২০২০ সালের (০২ আগষ্ট)আজকের এই দিনে, উচ্চ রক্তচাপ ,ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা যান। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে বিদেহী আত্মার চির শান্তি কামনায় ধর্মীয় প্রার্থনা এবং ঘরোয়া কৃর্তনের আয়োজন করা হয়েছে এবং সকলের নিকট প্রার্থনার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

উল্লেখ  নিভা রানী চক্রবর্ত্তী, সরাইল উপজেলার একুশে টেলিভিশন (অনলাইন) দৈনিক আমার সংবাদ, এর উপজেলা প্রতিনিধি ও সরাইল উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী‍‍`র মা।

আরএস

Link copied!