Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

অনিয়মের অভিযোগে মেঘনায় ৫ নৌযান আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২, ২০২৩, ০২:৫৫ পিএম


অনিয়মের অভিযোগে মেঘনায় ৫ নৌযান আটক

বিভিন্ন অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে পাঁচটি নৌযান আটক করেছে নৌ পুলিশ।

বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ অঞ্চলের ভৈরব মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানে অভিযান চালায় নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া।

অভিযানে ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ও ইউনিটের অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভৈরব ও আশুগঞ্জ মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের অনিবন্ধিত নৌযানে ফিটনেসবিহীন ও সার্ভে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ রোড পারমিট না থাকায় এবং অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ৫টি নৌযানকে আটক করা হয়। এ সময় নৌ আইন মানতে চালক ও সহযোগীদের সচেতন করা হয়। এদিকে, আটক হওয়া বাল্কহেড ও তার চালকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁঞা বলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি ও কিশোরগঞ্জ পুলিশ সুপারের নির্দেশক্রমে আজ মেঘনা নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি নৌযানকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এআরএস

Link copied!