Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই

বাসস

বাসস

আগস্ট ২, ২০২৩, ০৩:৪৭ পিএম


একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই

চট্টগ্রামের জনপ্রিয় একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই।

বুধবার (২ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। 

তিনি বেশ কিছুদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং একইসঙ্গে তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Link copied!