Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৩, ০৩:১১ পিএম


মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে দুই মাদক কারবারি আটক

পিরোজপুরের জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। ডিবি এস আই জ্যোতির্ময় বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড এলাকায় সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। 

এসময় আসাদ হাওলাদার (১৯)  ও শুভ তালুকদার ওরফে রফিকুল (২৪) কে পৃথক ২০ গ্রাম করে দুটি পোটলা সহ হাতেনাতে আটক করেন। আটককৃত আসাদ পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে ও রফিকুল একই এলাকার বাবুল তালুকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি এস আই জ্যোতির্ময় বাদি হয়ে আসাদ ও রফিকুলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাদের কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদলতে প্রেরণ করা হয়েছে।

আরএস


 

 

Link copied!