Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৩, ০৩:৪০ পিএম


লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালমোহন হাসপাতালের চিকিৎসক হিল্লোল দে মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কুঞ্জেরহাটের নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় ফরাজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, ডা. হিল্লোল দে কুঞ্জেরহাটের নিজ বাসা থেকে মোটারসাইকেল যোগে কর্মস্থাল লালমোহন হাসপাতাল যাচ্ছিলেন। ফরাজি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিল্লোলের মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হলেও কেউ আটক হয়নি।

নিহত হিল্লোলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায়। তিন মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

এআরএস

Link copied!