Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে পা‌নিতে ডুবে শিশুর মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৩, ০৪:৫৭ পিএম


বাঞ্ছারামপুরে পা‌নিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মো. মাঈনউদ্দিনের সাড়ে ৪ বছরের ছেলে মো. সাইমন পা‌নিতে ডুবে মারা গেছে।

আজ (৩ আগষ্ট) দুপুরে উপজেলার ছলিমাবাদ বাজার সংলগ্ন হোসেনপুর খালে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ছলিমাবাদ বাজার সংলগ্ন হোসেনপুর খালে শিশুটি একা গোসল করতে নামে। এ সময় শিশুটির বাবা বাড়িতে ছিলেন না। তার মা বাড়িতে কাজ করতেছিলেন।

মায়ের কাছে গোসল করতে যাবে বলেছিলো। শিশুটিকে না করলেও মায়ের চোখ ফাঁকি দিয়ে গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে।

পরে হোসেনপুর খালের পানিতে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এইচআর

Link copied!