Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে ৩০ হাজার বৃক্ষরোপণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

আগস্ট ৩, ২০২৩, ০৫:০১ পিএম


কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে ৩০ হাজার বৃক্ষরোপণ

‘সবুজ করি কুড়িগ্রাম’ এই স্লোগান নিয়ে সবুজময় এক প্রকৃতি গড়ার লক্ষে জেলা পুলিশের  উদ্যোগে বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়, সড়কসহ বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করা হয়। এছাড়াও ক্যাম্পাসে লাগানো হয় অর্ধশত চারাগাছ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  মো. রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম, কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলী, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সাদেকুল হকসহ কলেজের শিক্ষকরা।

এরপর দুুপুরে নাগেশ্বরীর উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্বুদ্ধ করে ৫ শতাধিক চারা রোপণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে পরিবেশের বিপর্যয় রোধ করার পাশাপাশি শিশু-কিশোর-যুবকদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তোলার জন্য সবুজ কুড়িগ্রাম গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক,ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ ও সংগঠন স্বত:স্ফ‚র্তভাবে অংশ নেয়ায় জেলা জুড়ে ব্যাপক সাড়া পড়েছে।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, উষ্ণ প্রকৃতি ক্রমশই মানুষের জন্য বিপর্যয় ডেকে আনছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদের আরো বেশি করে সৃজনশীল কাজে যুক্ত করতে পারলে তারা মাদক, অনলাইন জুয়াসহ নানা অসামাজিক কাজ থেকে বিরত থাকবে। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের জন্য কাজ করতে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সাড়াও পাওয়া যাচ্ছে ব্যাপক।

এআরএস

 

Link copied!