Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ যুবক আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৩, ০৩:১৬ পিএম


ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ যুবক আটক

ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- লক্ষ্মীপুর জেলার কসবা উপজেলার সামছুল হকের ছেলে কফিল উদ্দিন (৩০), জেবল হকের ছেলে মো. সুমন (২০), মফিজ মিয়ার ছেলে মো. সেলিম (৩০) ও চন্দ্রগঞ্জ উপজেলার সফিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর হোসেনকে (২৮)।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে ফেনী শহরের ওই সড়কের শিল্পকলা একাডেমি গেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো এই ৪ যুবক। পোপান সংবাদের ভিত্তিতে খবর  তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হায়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এআরএস

Link copied!