Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ৫, ২০২৩, ০১:৪৮ পিএম


সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের  ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার (৪ আগষ্ট ) বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (৫ আগষ্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছে সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন। তিনি বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি।  ছুরিকাঘাতের পর স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে সেখানে তার মৃত্যু হয়।

লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।

নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন, গতকাল শুক্রবার বিকালে রায়হান (১৮) সহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিন দাদাকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে।  পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার  পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরএস

 

Link copied!