Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দেশের বিভিন্ন স্থানে শহীদ শেখ কামালের জন্মদিন পালিত

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৫, ২০২৩, ০৯:৩৬ পিএম


দেশের বিভিন্ন স্থানে শহীদ শেখ কামালের জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে শনিবার (৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসব কর্মসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ: ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে স্থাপিত স্মৃতিবেদীতে পুস্পস্তবক অর্পণ করেন দেবদাস ভট্টাচার্য্য, ডিআইজি,  মাছুম আহাম্মদ ভূঞা, পুলিশ সুপার, রায়হানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)। এ সময় রেঞ্জ ও জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও, ময়মনসিংহ জেলা আ.লীগ সভাপতি ও ময়মনসিংহ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, এহতেশামুল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ও মহানগর আ.লীগের সভাপতি ইকরামুল  হক টিটু শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজি দেশাই, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের চেক ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

বরিশাল : আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আ.লীগের নেতারা। এসময় উপস্থিত ছিলেন মহানগর আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন, আ.লীগ নেতা এসপি মাহবুব উদ্দীন আহমেদ বীরবিক্রমসহ অন্যরা।অন্যদিকে নগরীর সার্কিটহাউজ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি জামিল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে এবং উপজেলা পজীপ অফিসার শাকিল আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার, থানার ওসি মো. ডালিম আহমদ, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি দিলারা হোসেন, মেডিকেল অফিসার মো. ফয়সাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোশাহিদ মিয়াসহ অন্য নেতারা।

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, থানার ওসি ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্যু চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

মোল্লাহাট (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয় এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আ. সালাম, নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ফায়ার সার্ভিস এ স্টেশন অফিসার, পল্লি বিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান প্রমুখ।

ডামুড্যা (শরীয়তপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যাচাজী মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা রাশেদ আলম, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফারুক আলম, ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক   ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আদমদীঘি (বগুড়া) : পুষ্পস্তবক অর্পণ শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, ওসি রেজাউল করিম রেজা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দিন প্রমুখ।

নকলা (শেরপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি, শেখ কামালের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা, গাছের চারা রোপণ ও চেক বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও উপজেলা হলরুমে শিশু কিশোরদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এবং শিশু কিশোরদেরসহ উপস্থিত সকলকে প্রশাসনের পক্ষ থেকে ফলাদি চারাগাছ উপহার দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ ও মহিলা ভাইস রোকসানা আক্তার লিপি প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালর ম্যুরাল এ পুস্পঅর্পণ শেষে উপজেলা পরিষদ সভাক্ষকে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ওসি আল মামুন, শিক্ষা অফিসার মীর আবুল খায়ের, পিআইও শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।  

আটঘরিয়া (পাবনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ কামালের কর্মময় জীবন ও অবদান সম্পর্কে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফকরুল হোসাইন, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল্লাল আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুলতান মাহমুদ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা।

বারহাট্টা (নেত্রকোনা): উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস এম মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম , বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

কালিগঞ্জ (সাতক্ষীরা) : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, কালিগঞ্জ থানার ওসি মো. মামুন রহমান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীরা।

কালাই (জয়পুরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. জান্নাতুল ফেরদৌস, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা পিআইও মো. মজনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী (রাঙ্গামাটি) : রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ওসি জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তারসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালথা (ফরিদপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।  এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর-২ আসনের এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, সালথা থানা ওসি মো. শেখ সাদিক প্রমুখ।

বাহুবল (হবিগঞ্জ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে দোয়া, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহ্র পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজাল, ওসি মো. রকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, মডেল প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর ও বাহুবল প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল, থানার ওসি হারুন অর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কৃষিবিদ আতিকুর রহমান, শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে দুজনকে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর এবং দশজন ব্যক্তির মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ভৈরব (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি বিভাগসহ স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনাসভা ও স্মৃতিচারণ মুলক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার ওসি মো.মাকছুদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।

খানসামা (দিনাজপুর) : উপজেলা পরিষদের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. তাজউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, ওসি চিত্ত রঞ্জন রায় প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামসহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কমালের প্রতীর্কিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম ও বীর মুক্তিযেদ্ধা এনামুল হক। এতে উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল হাসনাত খাঁন, দীঘিনালা ওসি মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার  মুহাম্মদ আরাফাতুল আলম।

বীরগঞ্জ (দিনাজপুর) : উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালী পদ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মধ্যনগর (সুনামগঞ্জ) : মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি কমিশনার অলিদুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীরের সঞ্চালনায়, শেখ কামালের জীবনী তুলে ধরে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিজা সুলতানা, রুবায়াতুন জান্নাত।

রাণীনগর (নওগাঁ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকেই। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গজারিয়া (মুন্সিগঞ্জ) : গজারিয়া উপজেলা কেন্দ্রীয় জয় বাংলা স্মৃতিসৌধে অস্থায়ী প্রতিকৃতি স্থাপন এবং পুষ্পস্তবক অর্পণ, সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে এ  জন্মদিন উদযাপিত হয়। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম, গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা পরিষদ গেটে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, পরিষদ চত্বর পুকুর পাড়ে ফলজ গাছের চারা রোপণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে নির্বাহী অফিসার মোহাইমেনা সারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হোসেন, থানার ওসি মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, মহিলা বিষয়ক অফিসার প্রভাতী মাহাতো, কৃষি অফিসার সলেহ আকরাম, মৎস্য অফিসার এমরুল কায়েশ, সমাজসেবা অফিসার সোহেল রানা প্রমুখ।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) : উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিজের শিক্ষক ও কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ ইউএনও মো. আনোয়ার উজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, কৃষি কর্মকর্তা সোয়াহেল আহমদ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবনের শাপলা হলরুমে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরমেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও কোটালীপাড়া  ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম করে দোয়া করা হয়।

গুইমারা (খাগড়াছড়ি) : উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমার কলেজের প্রভাষক অর্জুন নাথসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচিতে বৃক্ষ রোপণ, উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলকুচি উপজেলা নিবার্হী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌরমেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, আ.লীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রামানিক প্রমুখ। উপজেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

মহম্মদপুর (মাগুরা) : কর্মসূচির মধ্যে ছিল শেখ কামালের  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবনী নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গাছের চারা রোপণ বিতরণ ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। এ উপলক্ষে  উপজেলা নির্বাহী অফিসার  রামানন্দ পালের  সভাপতিত্বে  উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, থানার ওসি  পরিদর্শক মো. বোরহান উল  ইসলাম, বীর  বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক, বিনোদপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান  প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, ফুলপুর থানার তদন্ত অফিসার বন্দে আলী, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রৌওশন আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার  ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান প্রমুখ।

আরএস

Link copied!