Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৫, ২০২৩, ০৯:৪০ পিএম


মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।

শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে পদ্মার শাখা নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মতিন।

আবদুল মতিন জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পদ্মা নদীতে ঘুরতে যান। পদ্মা নদীতে ঘোরা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে বাল্কহেডের সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও ৮ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবুরি টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

আরএস

 

Link copied!